October 11, 2024, 8:12 am
যমুনা নিউজ বিডি: ভারতের জম্মু এবং কাশ্মীরের পুঞ্চ জেলায় দেশটির নিরাপত্তা বাহিনীর গাড়ির ওপর আজ শনিবার সন্ত্রাসী হামলা হয়েছে। এতে দেশটির বিমান বাহিনীর অন্তত তিনজন সদস্য আহত হয়েছে। সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
খবরে বলা হয়েছে, ভারতীয় বিমান বাহিনীর সদস্যরা দুইটি গাড়িতে করে যাচ্ছিল। সেইসময় পুঞ্চ জেলার সুরানকোট এলাকায় সন্ত্রাসীরা হামলা চালায়। তারা তাদের গাড়ি লক্ষ্য করে অতর্কিত গুলিবর্ষণ করে।
চলতি বছর দেশটির সশস্ত্র বাহিনীর ওপর অঞ্চলটিতে প্রথমবারের মতো বড় ধরণের হামলা। তবে এ হামলায় এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা তেমন হতাহতের ঘটনা ঘটেনি।
এ ছাড়া এই হামলার দায় এখন পর্যন্ত কোনো সন্ত্রাসী গোষ্ঠী স্বীকার করেনি।