September 11, 2024, 12:19 pm

সারাদেশে করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ১৩১৯, হার ১৪.৩২

যমুনা নিউজ বিডিঃ  গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে এক হাজার ৩১৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট ১৯ লাখ ৬০ হাজার ৫২৮ জনের শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হয়। গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। ফলে মোট মারা যাওয়ার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ১৩৫ জনে।

গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ২১৮টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৯ হাজার ২১৪টি নমুনা। এসব পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৪ দশমিক ৩২ শতাংশ। মহামারির শুরু থেকে সব মিলিয়ে মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৫ শতাংশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ১২৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ছয় হাজার ২৩২ জন।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD