July 27, 2024, 12:30 am

চট্টগ্রাম বন্দরে এক বিলিয়ন ডলার বিনিয়োগ করবে আবুধাবি পোর্ট গ্রুপ

চট্রগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম বন্দরের বে-টার্মিনাল নির্মাণসহ নানা অবকাঠামোর উন্নয়নে এক বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে আবুধাবি পোর্ট গ্রুপ। এ লক্ষ্যে বৃহস্পতিবার রাজধানীর স্থানীয় একটি হোটেলে চট্টগ্রাম বন্দর ও আবুধাবী পোর্টস গ্রুপের মধ্যে সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরিত হয়েছে। সমঝোতা স্মারকপত্রে স্বাক্ষর করেন চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ সোহায়েল এবং আবুধাবী পোর্টস গ্রুপের চীফ এক্সিকিউটিভ অফিসার সাইফ আল মাজরু।

স্মারকপত্র অনুযায়ী আরব আমিরাতের আবুধাবী পোর্টস গ্রুপ বে-টার্মিনাল প্রকল্পসহ মাল্টিপারপাস টার্মিনাল নির্মাণে বিনিয়োগ করবে। তারা অবকাঠামো উন্নয়নের পাশাপাশি যন্ত্রপাতিও সংগ্রহ করবে। চট্টগ্রাম বন্দরের সক্ষমতার বৃদ্ধির লক্ষ্যেই চট্টগ্রাম শহরের দক্ষিণ পাশে বঙ্গোপসাগরের তীরে ‘বে- টার্মিনাল’ নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়।

অনুষ্ঠানে অতিথির বক্তৃতায় নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমানে চট্টগ্রাম বন্দরে বিদেশি বন্দর পরিচালনাকারীরা বিনিয়োগ করছে। এমন সময় আসবে যখন চট্টগ্রাম বন্দর পৃথিবীর অন্য কোনো দেশে এর কার্যক্রম পরিচালনা করবে।

তিনি আরও বলেন, বে-টার্মিনাল নির্মিত হলে ২৪ ঘণ্টা জাহাজ আসা-যাওয়া করবে। বে-টার্মিনালের সাথে রোড, রেলওয়ে কানেক্টিভিটি থাকবে। বে-টার্মিনাল বাংলাদেশের সমুদ্র পরিবহনের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত করবে। অল্প সময়ের মধ্যেই মাল্টিপারপাস টার্মিনালের নির্মাণকাজ শুরু করতে চাই।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোস্তফা কামাল, চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ সোহায়েল, বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লা আলী আব্দুল্লা কাসিফ আল মৌদি, আবুধাবী পোর্টস গ্রুপের ইন্টারন্যাশনাল অফিসের রিজিওনাল চীফ এক্সিকিউটিভ অফিসার আহমেদ আল মুতায়া প্রমুখ।

উল্লেখ্য, বাংলাদেশে আবুধাবী পোর্ট গ্রুপের স্থানীয় এজেন্ট সাইফ পাওয়ারটেক লিমিটেড। কোম্পানিটি ২০০৭ সাল থেকে চট্টগ্রাম বন্দরের চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল এবং নিউমুরিং কন্টেইনার টার্মিনালের আধুনিকায়নের মাধ্যমে পরিচালনা করে আসছে।

এ বিষয়ে সাইফ পাওয়ারটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল আমিন বলেন, আবুধাবী পোর্ট গ্রুপের সাথে চট্টগ্রাম বন্দরের চুক্তি দেশের অর্থনীতিকে এগিয়ে নেবে। দেশের আমদানি-রপ্তানি কার্যক্রম বাড়িয়ে অর্থনীতিকে গতিশীল করতে হলে বন্দর উন্নয়নের বিকল্প নেই।

তিনি বলেন, বন্দর ব্যবস্থাপনায় আবুধাবী পোর্ট গ্রুপের ব্যাপক অভিজ্ঞতা রয়েছে। দেশের অর্থনীতি তথা বন্দর ব্যবস্থাপনার উন্নয়নে সাইফ পাওয়ারটেক তাদের সাথে যৌথভাবে কাজ করতে চায়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD