admin
- Saturday, August 20, 2022 / 243 বার পঠিত
তারিকুল আলম, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জের সলঙ্গায় ১০০ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১২ সদস্যরা। গত শুক্রবার (১৯ আগস্ট) গভীর রাতে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে র্যাব-১২ সদর দপ্তরের সামনে মাদক বিরোধী অভিযান পরিচালনার সময় আটক হয় তারা।আটককৃত আসামীরা হলো, রাজশাহীর গোদাগাড়ী থানার মহিষালবাড়ী গ্রামের আব্দুর রশিদের ছেলে দুরুল হুদা (২৫) ও মজিবর রহমান মঞ্জুরের ছেলে শাহদত হোসেন (২৯)। র্যাব-১২ মিডিয়া অফিসার মেজর এম রিফাত বিন আসাদ শনিবার ২০ আগস্ট ১২টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে জানান, শুক্রবার গভীর রাতে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে র্যাব-১২ সদর দপ্তরের সামনে গোপন সংবাদের ভিত্তিতে এই মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। পরে আটককৃত মাদক কারবারিদের বিরুদ্ধে মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ তাদের সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।