October 16, 2024, 6:33 am

ভোলায় উপজেলা পরিষদ নির্বাচনের আচরণবিধি নিয়ে আলোচনা সভা

ভোলা প্রতিনিধি: ভোলা জেলায় আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী আচরণবিধি প্রতিপালন সংক্রান্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আরিফুজ্জামান। সভায় সদর উপজেলা, বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলার সকল প্রার্থীরা অংশগ্রহণ করেন।

সভার শুরুতে জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মো: জাহিদ হোসেন প্রার্থীদের মাঝে নির্বাচনী আচরণ বিধি তুলে ধরেন এবং তা মেনে চলার আহ্বান জানান। আরো বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আলমগীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মামুন আর রশিদ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী মো: ইউনুছ, মোশারফ হোসেন, মো: ইউসুফ, বোরহানউদ্দিন উপজেলার চেয়ারম্যান প্রার্থী মো: রাসেল, দৌলতখান উপজেলার চেয়ারম্যান প্রার্থী মো: ইয়াসিন লিটন, সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রেহানা ফেরদৌসসহ অন্যরা। এসময় জেলা প্রশাসক বলেন, আমাদের সকলকে নির্বাচন কমিশনের আইন মানতে হবে। কোন অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। এবারের উপজেলা পরিষদ নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। যদি কোথাও কোন আইনের ব্যত্যয় ঘটে সেটা মেনে নেওয়া হবে না বলে জানান জেলা প্রশাসক। উল্লেখ্য, আগামী ২১ মে দ্বিতীয় ধাপে ভোলা সদর, দৌলতখান ও বোরহানউদ্দিন উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD