October 14, 2024, 4:51 am
যমুনা নিউজ বিডি: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ মে) সকাল ১০টায় তেজগাঁও কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
মন্ত্রী, প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এতে যোগ দেন। বৈঠকে, সরকারের অনুমতি ছাড়া প্রত্নসম্পদ বিদেশে নিলে শাস্তির বিধান রাখার বিষয়ে জোরালো আলোচনা হয়েছে।
এছাড়াও, দেশের স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যু প্রাধান্য পায় মন্ত্রিসভা বৈঠকে। বিকালে, সভার বিস্তারিত ব্রিফিংয়ে জানাবেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।