April 18, 2024, 7:19 pm

নতুন করে মুক্তিযোদ্ধা তালিকাভুক্ত হওয়ার সুযোগ নেই : মন্ত্রী

যমুনা নিউজ বিডিঃ নতুন করে আর মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত হওয়ার জন্য আবেদন করার সুযোগ নেই বলে জানিয়েছেন, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) জাতীয় সংসদে জাতীয় পার্টির সংসদ সদস্য সৈয়দ আবু হোসেনের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, কোনো বীর মুক্তিযোদ্ধা তালিকাভুক্ত হওয়ার সব যোগ্যতা থাকা সত্ত্বেও যদি নির্দিষ্ট সময়ের মধ্যে নির্ধারিত ফরমে আবেদন না করে থাকেন, তাহলে এখন নতুনভাবে মুক্তিযোদ্ধা হিসেবে আবেদন করার কোনো সুযোগ নেই। মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত হতে দীর্ঘ ৫০ বছর ধরে আবেদন করার সুযোগ ছিল।

তিনি বলেন, মুক্তিযোদ্ধা তালিকাভুক্ত না হয়ে থাকলে ভাতা দেওয়ারও কোনো সুযোগ নেই। তবে ভাতাপ্রাপ্ত ব্যক্তি সনদ না পেয়ে থাকলে আবেদন করতে পারবেন।

আ ক ম মোজাম্মেল হক আরও বলেন, সারাদেশে ইতোমধ্যে ১ লাখ ৮২ হাজার ৩৫২টি ডিজিটাল সার্টিফিকেট এবং ৯৫ হাজার ২৪৫টি স্মার্ট আইডি কার্ড দেওয়া হয়েছে। সমন্বিত তালিকায় অন্তর্ভুক্ত বাকি মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সনদ এবং জীবিত মুক্তিযোদ্ধাদের স্মার্ট আইডি কার্ড তৈরির কার্যক্রম চলছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD