April 16, 2024, 5:35 am

বুড়িচংয়ে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে কর্মশালা অনুষ্ঠিত 

ব্রাহ্মণপাড়া  (কুমিল্লা)  প্রতিনিধি:  বৃহস্পতিবার সকালে কুমিল্লার বুড়িচং উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে  উপজেলা পরিষদ মিলনায়তনে ।  উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, বিভিন্ন স্কুল, কলেজ- মাদ্রাসার অধ্যক্ষ, উপাধ্যক্ষ,  শিক্ষক, সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বার, মসজিদের ইমাম ও খতিবদের অংশগ্রহণে কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন  উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আখলাক হায়দার।  সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার হালিমা খাতুন এবং পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: আবদুল মান্নান।
 বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক চৌধুরী ইমরুল হাসান, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান পান্না আক্তার মাহাবুব, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: ছামিউল ইসলাম, বুড়িচং থানার সেকেন্ড অফিসার বলাই চন্দ্র দেব নাথ।
আরও উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার রোওশন  আরা, যুব উন্নয়ন কর্মকর্তা মো: গোলাম আজম, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা তোজ জোহরা, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো: রাসেল ছারোয়ার, ইসলামিক ফাউন্ডেশনের ফিল সুপারভাইজার মো: আবদুর রহিম, সমাজসেবা কর্মকর্তা মো: আবদুল আউয়াল,উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা খন্দকার মাসুম বিল্লাহ , শংকুচাইল বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার আবদুল কাদের,  খারেরা বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার জহিরুল ইসলাম, কৃষি অফিসার কৃষিবিদ আফরিনা আক্তার, অধ্যক্ষ মো: মিজানুর রহমান ভূইয়া, উপাধ্যক্ষ মোঃ জামাল হোসেন, মোঃ আলমগীর হোসেন, সাদিকুর রহমান,  দেলোয়ার হোসেন খান, প্রধান শিক্ষক জামশেদ আলম ভূঁইয়া, মিজানুর রহমান, জামাল হোসেন, আজারুল ইসলাম ভূঁইয়া,  ইউপি চেয়ারম্যান পর্যাক্রমে বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম মাষ্টার, আবদুল করিম, ইঞ্জিনিয়ার আলহাজ্ব জয়নাল আবদীন, হাজী বিল্লাল হোসেন, জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের ওয়ারলেস অপারেটর শাহাব উদ্দিন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD