May 17, 2024, 10:36 am

দীর্ঘ তাপপ্রবাহের পর অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি

যমুনা নিউজ বিডি: টানা তাপদাহে ঢাকার জনজীবন যখন ওষ্ঠাগত, ঠিক তখনই আকাশে মেঘের দেখা। অবশেষে রাজধানীর বিভিন্ন জায়গায় ঝরছে কাঙ্ক্ষিত বৃষ্টি। সঙ্গে বইছে ঝড়ো বাতাস।

বৃহস্পতিবার (২ মে) সকাল থেকেই সূর্যের তেজ কমে মেঘের দেখা মেলে। অন্যদিনের তুলনায় তাপমাত্রা কিছুটা কমে আসে। তবে দক্ষিণ-পশ্চিম অঞ্চলে স্বস্তির বৃষ্টির দেখা মিললেও সন্ধ্যা অবধি রাজধানীতে দেখা যায়নি ছিটেফোঁটাও। অবশেষে রাত ৯টা থেকে শীতল বাতাস বইতে থাকে।

এসময় মেঘে ঢেকে যায় রাজধানীর বিভিন্ন এলাকা। মাঝে মাঝে বিদ্যুতও চমকাতে দেখায় যায়। এর কিছুক্ষণ পরই আকাশ ভেঙে ঝরতে থাকে কাঙ্ক্ষিত বৃষ্টি। পুরো এপ্রিলজুড়ে তীব্র দাবদাহ সয়ে আসা মানুষ যেন স্বস্তি ফিরে পেলেন।

বাংলাদেশ বুলেটিনের প্রতিবেদকদের পাঠানো তথ্যমতে, রাজধানীর ডেমরা, যাত্রাবাড়ী, কেরানীগঞ্জ, জুরাইন, কমলাপুর, মুগদা, পুরান ঢাকার সদরঘাট, ইসলামপুর, সূত্রাপুর, রায় সাহেব বাজার, রায়েরবাগসহ আরও বেশ কয়েকটি এলাকায় এইমুহুর্তে বৃষ্টি হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD