April 1, 2023, 4:00 am
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান ও নব-নির্বাচিত ইউপি সদস্য কে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গত ১৯ শে জুন (রবিবার) বিকাল ৪টায় ধুন্দার কদমকুড়ি গ্রামবাসী ও যুবসমাজ এর উদ্যোগে নন্দীগ্রাম উপজেলার ১নং বুড়ইল ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান মোঃ জিয়াউর রহমান জিয়া ও ৭নং ওয়ার্ডের নব-নির্বাচিত ইউপি সদস্য মোঃ আমিনুল ইসলাম কে ফুলেল সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেছে গ্রামবাসী। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে আলহাজ্ব মোঃ সোলাইমান আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোঃ রুহুল আমিন, তরুন সমাজসেবক মোঃ হাফিজুর রহমান হাফিজ, আলহাজ্ব হাতেম আলী, মাওলানা মোঃ ওমর ফারুক বিন হাবিবি, আলহাজ্ব হোসেন আলী, চাঁন মিয়া মন্ডল, গোলাম রব্বানী, মোঃ নায়েব আলী, শহিদুল ইসলাম, আলহাজ্ব চাঁন মিয়া, মোঃ রেজাউল ইসলাম, মোঃ মেহেরুল ইসলাম এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ আরো অনেকে। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, মোঃ বায়েজিদ ইসলাম।