May 19, 2024, 2:30 pm

News Headline :
ইসরাইলে বিস্ফোরক পাঠাচ্ছে ভারত! অস্ত্র বোঝাই জাহাজ আটকাল স্পেন মে মাসের ১৭ দিনে এলো ১৩৬ কোটি ডলারের রেমিট্যান্স ভারত-চীনকে যুক্ত করতে পারলেই রোহিঙ্গা সংকট সমাধান সম্ভব বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এসএমই মেলা-২০২৪ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে ৪৫৭ প্লাটুন বিজিবি মোতায়েন সারিয়াকান্দি উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যানকে সংবর্ধনা নন্দীগ্রামে তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা’র উদ্বোধন করলেন এমপি তানসেন বগুড়া কালেক্টরেট পাবলিক স্কুল এ্যান্ড কলেজের ২২ শিক্ষার্থী আতঙ্কিত হয়ে অসুস্থ আজ থেকে মাঠে নামছে আইন-শৃঙ্খলা বাহিনী মলা মাছের টক

বগুড়ায় ৩২ টাকা কেজি ধান ও ৪৫ কেজি দরে চাল কিনবে খাদ্য বিভাগ

ষ্টাফ রিপোর্টার: বগুড়ায় ৩২ টাকা কেজি দরে ধান ও ৪৫ টাকা কেজি দরে চাল কিনবে খাদ্য বিভাগ। চলতি মৌসুমে কৃষকের কাছ থেকে ১১ হাজার ৬৫২ মেট্রিকটন ধান এবং চাল কল মালিকদের কাছ থেকে ৫৫ হাজার ৪৩৭ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ২ হাজার ৬১৩ মেট্রিকটন আতপ চাল সংগ্রহ করা হবে।

মঙ্গলবার (৭ মে) খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার অনলাইনে বগুড়া জেলার অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করেছেন।

বগুড়া জেলা খাদ্য নিয়ন্ত্রক হুমায়ন কবির জানান, বগুড়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠানের মাধ্যমে বোরোধান ও চাল সংগ্রহ অভিযানের শুরুতেই বগুড়া সদর খাদ্য গুদামে ৬০ মেট্রিক টন ধান, ৩ মেট্রিকটন চাল,শিবগঞ্জ উপজেলার মোকামতলা খাদ্য গুদামে ১০০ মেট্রিকটন চাল সংগ্রহের মধ্য দিয়ে জেলায় বোরো সংগ্রহ কার্যক্রম শুরু করা হয়। এই অভিযান চলবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত।

অনুষ্ঠানে বোরো সংগ্রহ অভিযান মনিটরিং কমিটির সভাপতি ও বগুড়া জেলা প্রশাসক সাইফুল ইসলাম, পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী, আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক জহিরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক মতলুবুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD