September 23, 2023, 5:05 pm
ষ্টাফ রিপোর্টারঃ পূর্বশত্রুতার জের ধরে লক্ষাধিক টাকার ২৫/৩০টি ফলজ গাছ কেটে ফেলেছে দূরবূত্তরা। শালিশে মিমাংশার নামে তালবাহানা। মামলা দায়েরের প্রস্ততি ছলছে।ঘটনাটি ঘটেছে, বগুড়া সদরের এরুলিয়া ইউনিয়নের পাঁচপীরতলা মাজারের পাশের্^।
বগুড়া সদরের ধাওয়াপিকশন গ্রামের মৃত্যু আব্দুল গফুর মন্ডলের পুত্র রুবেল মন্ডল জানান, সে ২০ বছর পূর্বে তার নানির কাছ থেকে ৫শতক জমি ক্রয় করে, সেখানে মাটি ভরাট করে আম, জাম, কাঠাঁল, মেহগুনীসহ বিভিন্ন প্রজাতির ফলজ ও কাঠের গাছ লাগান। ভুল বসত কারনে সেই জমি তার মামা সদরের নিশিন্দারা ইউনিয়নের দশঠিকা উত্তর পাড়া গ্রামের মৃত্যু সোলায়মান মন্ডলের পুত্র ছামছুল আলম মন্ডলের নামে রেকর্ড হয়।রুবেল মন্ডল বাড়িতে না থাকার সুযোগে গত রোববার দিনে দুপুরে জমি দখলে নেয়ার চেষ্টায় ফলজ গাছগুলি কেটে ফেলে তার মামা ছামছুল আলম মন্ডল। উক্ত জমির পশের্^ স্থানীয় মুদির দোকনী মিলন জানান, রুবেলের মামা ছামছুল মন্ডলসহ বেশ কয়েকজন লোক দিনের ১১টার দিকে এসে গাছগুলি কেটে ফেলেছে। সে সময় এখানে গ্রামের অনিকেউ উপস্থিত ছিলেন। এব্যাপারে মুটোফনে ছামছুল আলমের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তার ফোন বন্ধ পাওয়া যায়। এনিয়ে এলকায় উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় ঘটতে পারে সংঘর্ষ।স্থানীয়রা বলেন, এর একটি সুষ্ঠ সমাধান হওয়া দরকার।