September 23, 2023, 6:31 pm
চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত পরিদর্শন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল এ.কে.এম. নাজমুল হাসান বিএএম, এনডিসি, পিএসসি। রবিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে দর্শনা চেকপোস্টে এসে পৌঁছান তিনি। চেকপোস্টে পৌঁছালে বিজিবি সদস্যরা মহাপরিচালককে সালাম ও অভ্যর্থনা জানান।
এরপর দর্শনা সীমান্তের জিরো পয়েন্টে বিএসএফ সদস্যদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেন বিজিবি প্রধান। এসময় বিজিবি প্রধান মেজর জেনারেল এ.কে.এম. নাজমুল হাসান ও বিএসএফের পক্ষে বহরমপুর সেক্টরের ডিআইজি অমরেশ কুমার আরিয়া ফুলেল শুভেচ্ছা জানান। এসময় দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন ও পারস্পারিক সৌহার্দ বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় এবং উভয় বাহিনীর মধ্যে মিষ্টি ও উপহার বিনিময় করা হয়।
শুভেচ্ছা বিনিময়ে বিজিবির পক্ষে উপস্থিত ছিলেন মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান বিএএম, এনডিসি, পিএসসি, বিজিবির সহকারি পরিচালক মেজর জেনারেল খাইরুল কবির, বিজিবির যশোর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহমেদ, কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল এমারত হোসেন, চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান, মহেশপুর-৫৮ ব্যাটালিয়ন বিজিবির সহকারি পরিচালক সাইফুল ইসলাম। আর বিএসএফের পক্ষে ৩২ ব্যাটালিয়নের কমান্ডার সুজিত কুমারসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন।
পরে বিজিবি মহাপরিচালক দর্শনা বিজিবির আন্তর্জাতিক সম্মেলন কক্ষে কুষ্টিয়া, যশোর, চুয়াডাঙ্গা ও মহেশপুর ব্যাটালিয়ন বিজিবি কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাত শেষে বিকাল সাড়ে তিনটায় দর্শনা ত্যাগ করেন।
তবে এ সময়ে সাংবাদিকদের সাথে প্রশ্ন-উত্তর পর্বে মিলিত হননি বিজিবি মহাপরিচালক।