May 20, 2024, 5:35 am

News Headline :
সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিতকরণে বিএসটিআই নিরলস কাজ করে যাচ্ছে : প্রধানমন্ত্রী ভারতে লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোটগ্রহণ চলছে হেলিকপ্টার বিধ্বস্ত : ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী নিহত প্রাণের চিহ্ন নেই’ ইরানের প্রেসিডেন্ট রাইসিকে নিয়ে বিধ্বস্ত হেলিকপ্টারে রাফা ছেড়েছে ৮ লাখ ফিলিস্তিনি : জাতিসংঘ নওগাঁয় স্ত্রী হত্যার দায়ে বৃদ্ধের যাবজ্জীবন কারাদণ্ড রাজধানীর কালশীতে পুলিশ বক্সে অগ্নিসংযোগ করেছে অটোরিকশা চালকরা ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত, যা বললো যুক্তরাষ্ট্র আদমদীঘিতে চেয়ারম্যান পদে ত্রিমুখি লড়াইয়ের সম্ভাবনা সমুদ্রে মাছ শিকার বন্ধ, তীরে ফিরেছেন জেলেরা

পিরোজপুরে আউশ আবাদ বৃদ্ধি পাচ্ছে

পিরোজপুর প্রতিনিধি: সরকারের প্রণোদনা দেয়ার ফলে পিরোজপুরে আউশ চাষের এবং চাল উৎপাদনের পরিমাণ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। চলতি আউশ মৌসুমে পিরোজপুরে ১৯ হাজার ৬০০ হেক্টর জমিতে আউশ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। একই সাথে চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫০ হাজার ৯ শত মেট্রিক টন। আউশের ৪টি জাত হাইব্রিড, উফসী, স্থানীয় এবং বোনা মিলিয়ে চাষের জমি এবং চাল উৎপাদনের এ লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পিরোজপুরের জেলা কার্যালয়।

হাইব্রিড চাষের এবং চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩৭ হেক্টরে ১১৯ টন, উফসীর ১৪ হাজার ৫৫০ হেক্টরে ৩৯ হাজার ৭৮১ মে:টন চাল, স্থানীয় জাতের ১ হাজার ৮৯৩ হেক্টরে ২ হাজার ৩৮৯ টন এবং বোনা আউশ ৩ হাজার ১২০ হেক্টরে ৮ হাজার ৬১১ টন চাল।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পিরোজপুর জেলা কার্যালয়ের উপসহকারী কৃষি কর্মকর্তা অরুন রায় জানান জেলার ৭ উপজেলায় আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১৪ হাজার কৃষককে ৯৫ লাখ ৫৫ হাজার টাকা প্রনোদনা দেয়া হয়েছে। সরকারের কৃষি মন্ত্রণালয়ের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ বরাদ্দের অর্থ দিয়ে ১৪ হাজার কৃষককে ১৪ হাজার বিঘার জন্য বীজ ও সার প্রদান করেছে। প্রতি বিঘা জমিতে উচ্চ ফলনশীল আউশ আবাদের জন্য প্রতিজন কৃষককে ৫ কেজি উন্নত মানের বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার দেয়া হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পিরোজপুরের উপপরিচালক মো. নজরুল ইসলাম জানান সরকার এ জেলায় আউশ চাষের প্রণোদনা সহায়তা দেয়ায় আউশ চাষিদের মধ্যে ব্যপক উৎসাহ পরিলক্ষিত হচ্ছে এবং এর ফলে আউশ চাষের জমি ও চাল উৎপাদনের পরিমাণ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকলে এবং বন্যা, ঘূর্ণিঝড়, খরা, জ্বলোচ্ছাস এর মত প্রাকৃতিক দুর্যোগ না এলে চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা অতিক্রম করা সম্ভব হবে বলেও উপপরিচালক জানান।

পিরোজপুর সদর উপজেলার রায়েরকাঠী গ্রামের আউশ চাষি রতন ঢালী জানান সরকারি প্রণোদনার সার-বীজ চাষিদের আউশ চাষে আকৃষ্ট করে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD