September 26, 2023, 5:39 am

বগুড়ায় সেনাবাহিনী মুষ্টিযুদ্ধ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন কুমিল্লা -রানার আপ বগুড়া

ষ্টাফ রিপোর্টারঃ বৃহস্পতিবার বিকেলে বগুড়া সেনানিবাসের ৫৯ ইস্ট বেঙ্গল বেলম্যান হ্যাংগারে ১১ আর্টিলারী ব্রিগেডের আয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী মুষ্টিবদ্ধ প্রতিযোগিতা ২০২৩ এর চ্যাম্পিয়ন ৩৩ পদাতিক ডিভিশন এর হাতে পুরস্কার তুলেদেন প্রধান অতিথি বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাষ্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মো:সাইফুল ইসলাম,এসবিপি,ওএসপি,এসইউপি,এডব্লিউসি,পিএসসি,পিএইচডি।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি), ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, বগুড়াা এরিয়া মো: খালেদ আল মামুন।

এই প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন সেনা অঞ্চলের মোট ১৪টি দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় ৩৩পদাতিক ডিভিশন চ্যাম্পিযন কুমিল্লা এবং ১১ পদাতিক ডিভিশন বগুড়া রানার-আপ হবার গৌরব অর্জন করে। ইউ পি ন্যান্সকর্পোরাল মেহেদী ১১ পদাতিক ডিভিশন।প্রতিযোগিতায় শ্রেষ্ঠ মুষ্টিযোদ্ধা এবং এনসিই মো: জুয়েল শ্রেষ্ঠ নবীন মুষ্টিযোদ্ধা নির্বাচিত হন।উল্লেখ্য, প্রতিযোগিতাটি গত ০৬ জুলাই ২০২৩ তারিখে শুরু হয়। প্রধান অতিথি ছাড়াও সমাপনী অনুষ্ঠানে সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বগুড়া সেনানিবাসের বিভিন্ন ইউনিটের অফিসার, জুনিয়র কমিশন্ড অফিসার এবং অন্যান্য পদবির সৈনিকবৃন্দও উপস্থিত ছিলেন। এ প্রতিযোগিতার মাধ্যমে সেনাবাহিনীর সদস্যদের মধ্যে শারীরিক সক্ষমতার পাশাপাশি আক্রমণাত্মক মনোভাব, ক্ষিপ্রতা এবং অভীষ্ট লক্ষ্যের প্রতি একাগ্রতা অর্জনসহ খেলোয়াড় সুলভ মনোভাবের বিকাশ ও পারস্পরিক সৌহার্দ্য আরো মজবুত হবে বলে আশা প্রকাশ করা যায়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD