September 26, 2023, 9:33 pm

সিরাজগঞ্জে ইউপি চেয়ারম্যানের ব্যক্তিগত প্রাইভেটকারে আগুন

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ২নং সোনাখাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা আবু হেনা মোঃ মোস্তফা কামাল রিপনের ব্যক্তিগত গাড়ি আগুনে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। রায়গঞ্জ থানার ওসি (তদন্ত) শাহিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত বৃহস্পতিবার মধ্যেরাতে ইউনিয়ন পরিষদের ভিতরে একটি টিন সেডের নিচে রাখা ওই প্রাইভেটকার যাহার নাম্বার ঢাকা- মেট্রো-ঘ-১৭-০১৫৮ আগুন দিয়ে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসলেও গাড়ীটি সম্পূন্ন ভস্মিভূত হয়ে যায়। এতে প্রায় ২৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

গাড়ীতে গ্যাসের সিলিন্ডার ছিল না। পূর্ব শত্রুতার জের ধরে কেউ পরিকল্পিত ভাবে গাড়ীতে আগুন লাগিয়েছে বলে ধারণা করা হচ্ছে। রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কেই এখনও অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD