October 3, 2023, 3:14 pm

জিএম কাদেরের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক

যমুনা নিউজ বিডি: জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদেরের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি।  আজ মঙ্গলবার (৪ জুলাই) সকাল সাড়ে ১০টায় ইইউ রাষ্ট্রদূতের গুলশানের বাসভবনে শুরু হয় এ বৈঠক। দুপুর ১২টা নাগাদ বৈঠকটি শেষ হয়।

ইইউ ডেপুটি রাষ্ট্রদূত বার্নড স্পেনিয়ার ও জিএম কাদেরের বিশেষ দূত মাশরুম মওলা বৈঠকে ছিলেন। বৈঠক থেকে বেরিয়ে মাশরুম মওলা একাধিক গণমাধ্যমে বলেন, ‘বৈঠকে স্বাভাবিকভাবে নির্বাচনের প্রসঙ্গে আলোচনা হয়েছে। সেখানে তারা আগামী নির্বাচনে জাতীয় পার্টি অংশগ্রহণ করবে কিনা জানতে চেয়েছেন। জাতীয় পার্টি নির্বাচনে অংশ নিলে সেটা এককভাবে অংশ নেবে নাকি জোটবদ্ধভাবে করবে তা জানতে চাওয়া হয়েছে। আমরা আমাদের উত্তর দিয়েছি।’

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD