October 3, 2023, 10:56 pm

বগুড়ায় ফতেহ আলী ব্রিজ ভাঙ্গার কাজ দেখতে গিয়ে নিচে পড়ে আহত ২

স্টাফ রিপোর্টার: বগুড়া শহরে ফতেহ আলী ব্রিজ থেকে নিচে পড়ে দুজন গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (৫ জুন) দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, পূর্ব বগুড়া সিএনজি অটোরিকশা মালিক সমিতির সাধারণ সম্পাদক ও মধ্য চেলোপাড়ার মৃত গৌর চন্দ্র দাসের ছেলে বকুল চন্দ্র দাস (৫০) ও একই এলাকার মৃত মনোরঞ্জন বর্মনের ছেলে উৎপল বর্মন (৫০)। উৎপল বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের  একজন কর্মচারি।

বগুড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র পরিমল চন্দ্র দাস বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতেও  ওই ব্রিজ ভাঙ্গার কাজ চলছিল। এই ভাঙ্গার কাজ পর্যবেক্ষণের জন্য একই এলাকার বকুল চন্দ্র দাস ও উৎপল বর্মন সেখানে যান। এ সময় তারা ব্রিজটি ভাঙ্গার কাজ প্রত্যক্ষ করছিলেন। কিন্তু হঠাৎ তারা ব্রিজ থেকে ধসে গিয়ে অনুমান  ৩০ ফুট  নিচে করতোয়া নদীতে পড়ে যান। তবে নদীতে পানি খুব কম থাকায় তারা ডুবে যাননি। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ওই হাসপাতালে ভর্তি করে দেয়।  তারা শংকামুক্ত বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD