May 29, 2023, 12:44 pm
যমুনা নিউজ বিডিঃ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদিরকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার বিকেলে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার সুদীপ দাস গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘২০১৮ সালে বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা একটি মামলায় আসামি ছিলেন মুক্তাদির। সম্প্রতি আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।’