April 19, 2024, 5:07 am

সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ

যমুনা নিউজ বিডিঃ আজ বুধবার মাঠে নামছে বাংলাদেশ। লক্ষ্য একটাই, সিরিজ জয়। কোনো অঘটন ছাড়াই টানা দু’জয়ে সিরিজটা নিজেদের করে নিতে চায় টাইগাররা। কোনো সুযোগ দিতে চায় না আয়ারল্যান্ডকে, প্রথম ম্যাচের ধারাবাহিকতাই ধরে রাখতে চায় মাঠে। জ্বলে উঠতে চান ক্রিকেটাররা সবাই যার যার জায়গা হতে। সিলেটে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আজ দুপুর ২টায় আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। ইতোমধ্যেই সিরিজের প্রথম ম্যাচে জয় নিয়ে ১-০ তে এগিয়ে আছে টাইগাররা৷ ফলে বেশ ফুরফুরে মেজাজেই আছে ক্রিকেটাররা, আত্মবিশ্বাসও উঠে আছে তুঙ্গে। অবশ্য প্রথম ম্যাচ এমন জয়ের পর আত্মবিশ্বাস তলানিতে থাকে কি করে!

প্রথম ম্যাচে এক কথায় আয়ারল্যান্ডকে পাত্তাই দেয়নি বাংলাদেশ। বৃষ্টি-বিঘ্নিত ম্যাচে প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ২০৭ রানের লক্ষ্য পায় বাংলাদেশ। টি-টোয়েন্টিতে নিজেদের ইতিহাসে যা চতুর্থবার ২০০ পেরোনো ইনিংস। তবে বৃষ্টি আইনে আয়ারল্যান্ডের সামনে লক্ষ্য দাঁড়ায় ৮ ওভারে ১০৪ রান। তাসকিন আহমেদের তোপের মুখে যেখানে ৫ উইকেট হারিয়ে ৮১ রান তোলতে সমর্থ হয় আইরিশরা৷ ২২ রানের জয় পায় টাইগাররা। প্রথম ম্যাচে ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন লিটন দাস, যদিও ফিরেছেন আক্ষেপ সঙ্গী করেই; আউট ২৩ বলে ৪৭ রানে। তবে ক্যারিয়ারে প্রথমবার অর্ধশতকের মাইলফলক স্পর্শ করেন রনি তালুকদার, আউট হন ক্যারিতসেরা ৩৮ বলে ৬৭ রান করে। জিতে নেন ম্যাচ সেরার পুরস্কারও। তাছাড়া সাকিব আল হাসান, শামিম পাটোয়ারীও ভালো খেলেন। নাজমুল শান্ত ও তাওহীদ হৃদয়ও আছেন দারুণ ফর্মে। বল হাতে অবিশ্বাস্য ছিলেন পেসাররা। ম্যাচে ৫ উইকেটের সবগুলোই তুলে নিয়েছিলেন তারা৷ একাই ৪ উইকেট নেন তাসকিন আহমেদ, অপরটা হাসান মাহমুদের। নিশ্চয়ই দ্বিতীয় ম্যাচেও তিনি কিংবা তারা জ্বলে উঠার অপেক্ষায় আছেন। আর তা যদি হয়, তবে আজই সিরিজ নিশ্চিত করে ফেলবে টাইগাররা। সমর্থকরা নিশ্চয়ই ওই আশাতেই বুক বেঁধে আছেন।

অবশ্য আয়ারল্যান্ড থেকেও শক্তিশালী প্রতিপক্ষ এখন আবহাওয়া। প্রতিদিন বৃষ্টি হচ্ছে দেশে। ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাক্স ভণ্ডুল হয়ে যাওয়ার পর টি-টোয়েন্টি সিরিজে অনুষ্ঠিত হওয়া একমাত্র ম্যাচেও জয় এসেছে বৃষ্টি আইনে৷

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD