September 8, 2024, 6:29 am

বগুড়া প্রেসক্লাবের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

বগুড়া প্রেসক্লাবের নির্বাহী কমিটির সভা আজ মঙ্গলবার সকালে ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ক্লাবের সভাপতি মাহমুদুল আলমের সভাপতি ও সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিন্টুর পরিচালনায় অনুষ্ঠিত এ সভায় ক্লাবের নিজস্ব ভবন নির্মাণকাজের অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং এ কাজ দ্রুত সম্পন্ন করতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।

সভায় বলা হয়, বগুড়া প্রেসক্লাব উত্তরাঞ্চলের সুপ্রাচীন সংগঠন এবং গত ৬২ বছর ধরে সাংবাদিকদের একক মিলনক্ষেত্র হিসেবে প্রকৃত সাংবাদিকদের স্বার্থ রক্ষায় কাজ করে আসছে। যার ফলশ্রুতিতে সকলের সম্মিলিত প্রচেষ্টায় বগুড়া প্রেসক্লাবের নিজস্ব ভবন নির্মাণের মত একটি বিশাল কর্মযজ্ঞ অব্যাহত রয়েছে। এ অবস্থায় একটি স্বার্থান্বেষী মহল সাংবাদিকদের এই দৃঢ় ঐক্য বিনষ্ট করার অপচেষ্টায় লিপ্ত আছে এবং যার কারণে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির অবকাশ থাকছে। সভায় এ ব্যাপারে বিস্তারিত আলোচনার পর সাংবাদিকদের এই ঐক্য অক্ষুন্ন রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয় এবং সর্বসম্মত সিদ্ধান্ত হয় যে সাংবাদিকদের ঐক্য বিনষ্টের সকল অপচেষ্টা সম্মিলিতভাবে প্রতিহত করা হবে এবং যারা ওই অপচেষ্টার সঙ্গে যুক্ত রয়েছেন এবং বা হবেন তাদের কোনদিনই বগুড়া প্রেসক্লাবের সদস্যপদ প্রদান করা হবে না। এছাড়া বগুড়া প্রেসক্লাবের নামে অনৈতিক বা অপরাধমূলক কর্মকান্ডের সঙ্গে কেউ যুক্ত হলে তার দায় দায়িত্ব বগুড়া প্রেসক্লাব নেবে না। প্রয়োজনে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনের আশ্রয় নেওয়ার আহবান জানানো হয়। সভায় কতিপয় সাংগঠনিক সিদ্ধান্তও গ্রহণ করা হয়। খবর বিজ্ঞপ্তির।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD