April 19, 2024, 4:39 am

পাইকগাছায় ১৫৪ মন্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি

খুলনা প্রতিনিধিঃ হিন্দু ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব দুর্গাপূজা। ১ অক্টোবর দুর্গাপূজা শুরু। আর পূজাকে সামনের রেখে খুলনার পাইকগাছায় ১৫৪টি মন্ডপে পূজার প্রস্তুতি চলছে জোরেশোরে। শারদীয় দুর্গাপূজার প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছে কারিগররা। চলছে মন্ডপ সজ্জার কাজও।

সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এনিয়ে উপজেলার মন্দির ও পূজা মন্ডপে চলছে প্রতিমা তৈরির কাজ। প্রতিমা তৈরিতে ব্যূস্ত  রয়েছেন কারিগর সহ সাজ-সজ্জাকারীরা।

এবার উপজেলায় ১০ ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ১৫৪টি পূজা মন্ডপে দুর্গাপূজার আয়োজন চলছে। এদিকে সময় যতই এগিয়ে আসছে ততই মানুষের মাঝে দেখা দিয়েছে পূজার প্রস্তুতি। পৌরসভা ৬, হরিঢালী ১৯, কপিলমুনি ১৯, লতা ১৬, দেলুটি ১৭, সোলাদানা ১১, লস্কর ১৬, গদাইপুর ৫, রাড়ুলী ২১, চাঁদখালী ১২ ও গড়ইখালী ইউনিয়নে ১২টি মন্ডপে পূজার প্রস্তুতি চলছে। পূজার মন্ডপগুলোতে চলছে পরিস্কার-পরিচ্ছন্নতাসহ সাজ-সজ্জার কাজ। মন্ডপ মন্দিরে চলছে প্রতীমার মাটির কাজ। আর কয়েক দিন পর শুরু হবে প্রতিমায় রঙের কাজ।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ উপজেলা শাখার সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস জানান, এ বছর উপজেলার ১৫৪টি মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। তার জন্য সব রকম প্রস্তুতি চলছে। উল্লেখ্য, শারদীয় দুর্গোৎসব ১ অক্টোবর মহাষষ্ঠির মাধ্যমে শুরু হয়ে ৫ অক্টোবর মহাদশমীতে নিরজ্ঞনের মধ্য দিয়ে পূজা সমাপ্তি হবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD