September 8, 2024, 6:33 am

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে বগুড়া জেলা বিএনপির মানববন্ধন

ষ্টাফ রিপোর্টারঃ আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে বগুড়া জেলা বিএনপির মানববন্ধন অনুষ্টিত। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসাবে মঙ্গলবার সকালে বগুড়া জেলা বিএনপি উদ্দ্যেগে দলীয় কার্যালয়ের সামনে বগুড়া জেলা বিএনপির আহবায়ক ও পৌর মেয়র রেজাউল করিম বাদশার সভাপতিত্বে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়। উক্ত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম, যুগ্ম আহবায়ক ফজলুল বারী বেলাল, বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশাররফ হোসেন,

বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম, আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চাঁন, লাভলী রহমান, বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ডা: মামুনুর রশিদ মিঠু, এম আর ইসলাম স্বাধীন, এ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু, তাহা উদ্দিন নাহিন, সহিদ উন নবী সালাম, এনামুল কাদির এনাম, মনিরুজ্জামান মনি, মাফতুন আহমেদ খান রুবেল, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল ওয়াদুদ, জেলা যুবদলের আহ্বায়ক খাদেমুল ইসলাম খাদেম, যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সরকার মুকুল, জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসান, সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যান, জেলা কৃষক দলের সদস্য সচিব সাইফুল ইসলাম বাবলু, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তর, শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোরশেদ মিটুন, সোলেমান আলী, শহর যুবদলের আহ্বায়ক আহসান হাবিব মমি, যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ সুজনসহ জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD