September 18, 2024, 3:19 pm
ষ্টাফ রিপোর্টারঃ সোমবার সকালে বগুড়া পৌরসভার নিজস্ব অর্থায়নে ১৮ নম্বর ওয়ার্ডের মগলিশপুর মন্দির থেকে শ্মশানঘাট রাস্তার ইটসোলিং কাজের উদ্বোধন করেন বগুড়া পৌরসভার মেয়র রেজাউল করিম বাদশা। এসময় উপস্থিত ছিলেন ১৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রাজু হোসেন পাইকাড়, মহিলা কাউন্সিলর মুক্তি বেগম, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি টিপু সুলতান টিপু, শ্মশানঘাট কমিটির সভাপতি অতুল চন্দ্র দাস, পৌরসভা নির্বাহী প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল, সহকারী প্রকৌশলী সাগর মন্ডল, উপসহকারী প্রকৌশলী হুমায়ুন কবির, ইঞ্জিনিয়ার আব্দুল আলীম, ওয়ার্ক এসিস্টেন্ট হেলাল উদ্দিন, ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স ফাতেমা টেডার্স, ঠিকাদার আনারুল হক শামীম, আরমান শেখ হৃদয়, মোস্তফা আহমেদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।