June 4, 2023, 6:14 pm
ষ্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ এগিকালচারাল মেশিনারী মার্চেন্ট এসোসিয়েশন(বামমা) বগুড়া জেলা কমিটিতে পুনরায় সভাপতি আলহাজ শেখ এবং সাধারণ সম্পাদক রাজেদুর রহমান রাজু নির্বাচিত হয়েছেন। বুধবার ১৫ সদস্য বিশিষ্ট নির্বাচিত সদস্যদের নিয়ে গঠিত চূড়ান্ত এ কমিটির ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এডভোকেট বিনয় কুমার ঘোষ রজত।
এদিকে এই নিয়ে সভাপতি পদে আলহাজ শেখ টানা তিনবার এবং রাজেদুর রহমান রাজু ষষ্ঠবারের মত সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ।
২০২২-২৪ পর্যন্ত মেয়াদী এই কমিটিতে বিভিন্ন পদে জয়ীরা হলেন-
সহ-সভাপতি পদে দিলীপ কুমার দে ও মুক্তার আলম, সহ-সাধারণ সম্পাদক পদে হাসানুর রহমান সুমন, সাংগঠনিক সম্পাদক পদে আব্দুর রশিদ, কোষাধ্যক্ষ পদে শাহজাহান আলী, দপ্তর সম্পাদক আব্দুস সামাদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে বিশ্বজিত বসাক, কার্যকরী সদস্য পদে আবু তালেব উজ্জ্বল, শেখ মোঃ ইয়াছিন মক্কী, গোলাম রব্বানী, তৌহিদুর রহমান সাজু, রেজাউল মতিন টুটুল এবং হাফিজার রহমান।
সাধারণ সম্পাদক রাজেদুর রহমান রাজু বলেন, আমাকে ষষ্ঠবারের মত সাধারণ সম্পাদক নির্বাচিত করায় সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপণ করছি। সংগঠনকে শক্তিশালী করতে আমরা ঐক্যবদ্ধভাবে আগে যেভাবে কাজ করেছি তার চেয়ে আরও গতিশীল করতে ভূমিকা পালন করবো।