March 28, 2024, 4:06 pm

বগুড়ায় চার কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার : বগুড়ায় পৃথক দু’টি অভিযান চালিয়ে চার কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে আর্মড ব্যাটালিয়ন পুলিশ। গতকাল শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে বগুড়া জেলার শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়ন পরিষদের সামনে পৃথক দু’টি মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে কুমিল্লা জেলার দেবিদ্বার থানার গুনাইঘরের বল-বপুর গ্রামের ধন মিয়ার ছেলে ইউসুফ জামিল (১৯) ও চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার নতুন বারশিয়া গ্রামের কুরান আলীর ছেলে রুবেল আলী (৩২)কে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে থেকে ২ কেজি করে মোট ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আজ শনিবার সকালে বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়ন কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বগুড়ার অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) সৈয়দ আবু সায়েম বিপিএম-সেবা’র নির্দেশে সহকারী পুলিশ সুপার একেএম খালেকুজ্জামান পিপিএম’র তত্ত্বাবধানে সঙ্গীয় এসআই(নিঃ) নির্মলেন্দু চাকমা, এসআই(নিঃ) মোঃ রায়হান কবির, এএসআই(নিঃ) বাচ্চু মিয়া, কনস্টেবল রিপন মিয়া, কনস্টেবল আহসান হাবিব, কনস্টেবল মেকদাদুর রহমান, কনস্টেবল মানিক মিয়া এবং নারী কনস্টেবল রিফা সোনিয়ার সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে বগুড়ার শেরপুর উপজেলাধীন ১০নং শাহবন্দেগী ইউনিয়ন পরিষদের সামনে পাকা রাস্তার উপর ২টি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে আসামী ইউসুফ ও রুবেলকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ২ কেজি করে মোট ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শেরপুর থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD