April 23, 2024, 6:52 am

নন্দীগ্রামে ২ সার ব্যবসায়ী কে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা 

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে গত ১০ ই আগস্ট (বুধবার) ভ্রাম্যমাণ আদালতে দুই সার ব্যবসায়ী কে মোট ৩০,০০০ (ত্রিশ হাজার টাকা) জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। প্রাপ্ত তথ্যে জানা যায়, নন্দীগ্রাম উপজেলার ২নং নন্দীগ্রাম (সদর) ইউনিয়নের শিমলা বাজারে বিনা রশিদে সার বিক্রয় করার অপরাধে মেসার্স খালেক এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা ও বেশী দামে সার বিক্রয় করার অপরাধে নন্দীগ্রাম পৌরসভার ৩নং ওয়ার্ডের বেলঘড়িয়া মৌসুমী বাজারে মেসার্স সততা ট্রেডার্সকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, নন্দীগ্রাম উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিফা নুসরাত। ঐ সময় নন্দীগ্রাম উপজেলা কৃষি অফিসার  আদনান বাবু ও নন্দীগ্রাম থানা পুলিশ ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগিতা করেন।ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালীন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিফা নুসরাত বলেন, যথাযথ ব্যবস্থাপনায় সরকারী নিয়ম মেনে সার বিক্রয় নিশ্চিত করতে বাজার মনিটরিং জোরদার করা হয়েছে। যে সকল স্যার ব্যবসায়ীরা যথাযথ ব্যবস্থাপনায় নিয়ম মেনে পণ্য বিক্রয় করছে না তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এটি পর্যায়ক্রমে চলমান থাকবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD