April 24, 2024, 2:48 am

আইফোন ১৪ সিরিজে নতুন যেসব ফিচার থাকছে

যমুনা নিউজ বিডিঃ চলতি বছর বাজারে আসছে আইফোন ১৪ সিরিজের ফোন। এ নিয়ে আইফোন গ্রাহকদের মধ্যে উন্মাদনার কমতি নেই। ইতিমধ্যে নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে আইফোন ১৪-এর ফার্স্ট লুক। ফাঁস হওয়া লুক নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ।

অন্যবারের মতো এবার আইফোন মিনি থাকছে না। কোরিয়ান ওয়েবসাইট দ্য এলেকের এক প্রতিবেদনে বলা হয়েছে, আইফোন ১৩ এর মতোই আইফোন ১৪ সিরিজে এ১৫ বায়োনিক চিপ ব্যবহার করছে অ্যাপেল। আইফোন ১৪-এর ডিসপ্লের উপরে বৃত্তাকার হোল পাঞ্চ কাট আউটের নিচে সেলফি ক্যামেরা কাট আউট রয়েছে।

এ ছাড়া পাশে রয়েছে আরও একটি কাট আউট। ধারণা করা হচ্ছে, সেখানে ফেইস আইডি সেন্সর থাকতে পারে। ডিসপ্লের পাশে থাকছে পাতলা বেজেল। ফোনের বাঁ দিকে থাকছে অ্যালার্ট স্লাইডার ও ভলিউম বাটন। ফোনের ডান দিকে থাকতে পারে পাওয়ার বাটন। ছবিতে আইফোন ১৪-এর পিছনে তিনটি ক্যামেরা দেখা গেছে। ট্রিপল রেয়ার ক্যামেরার সঙ্গেই থাকছে এলইডি ফ্ল্যাশ। অন্যান্য মডেলের মতোই ফোনের পিছনে কোম্পানির লোগো দেখা যাবে। বাঁ দিকে ভলিউম বাটনের নিচে থাকবে সিম ট্রে। ফোনটিতে ডুয়েল স্টোরিও স্পিকার দিতে পারে অ্যাপেল।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD