April 26, 2024, 10:14 pm

কুড়িগ্রামে শেখ কামাল’র ৭৩তম জন্মবার্ষিকী পালন

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামে নানা আয়োজনে বঙ্গবন্ধুর জেষ্ঠ্য পূত্র বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামাল’র ৭৩তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার সকালে কুড়িগ্রাম আউটার স্টেডিয়াম মাঠে স্মৃতিচারণমূলক আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম।
এ সময় বক্তব্য রাখেন পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা, জেলা আওয়ামীলীগের সভাপতি, জেলা পরিষদ প্রশাসক ও সাবেক এমপি মো. জাফর আলী, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মীর্জা নাসির উদ্দিন, পৌর মেয়র মো. কাজিউল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম টুকু, বীরমুক্তিযোদ্ধা এস.এম হারুন অর রশীদ লাল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাঈদ হাসান লোবান, জেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহমেদ প্রমুখ। আলোচনা সভা শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে ক্রীড়া সামগ্রি বিতরণ করেন অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথিবৃন্দ।

এর আগে দিবসটি উপলক্ষে সকালে স্বাধীনতার বিজয় স্তম্ভে বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামাল’র প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়। এছাড়াও জন্মবার্ষিকী উপলক্ষে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে বিশেষ দোয়া মাহফিল, জেলা স্টেডিয়ামে ডকুমেন্টারী প্রদর্শন, বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ এবং বিকেলে স্টেডিয়াম মাঠে প্রীতি ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD