May 8, 2024, 5:43 am

News Headline :
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মবার্ষিকী আজ টানা চতুর্থ মেয়াদে পিআইবির ডিজি হলেন জাফর ওয়াজেদ সিরাজগঞ্জে অটোরিকশা-পিকআপ ভ্যান সংঘর্ষ, নিহত ২ ময়মনসিংহে তিন উপজেলায় চলছে ভোট, নেই ভোটারদের লাইন রবীন্দ্র দর্শনের প্রধান বিষয় বিশ্বমানবতাবোধ ও মানুষে মানুষে মিলন: প্রধানমন্ত্রী রাত পোহালেই বগুড়ার ৩টি উপজেলায় নির্বাচন; ১৫৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ জাতীয় নির্বাচন থেকে স্থানীয় নির্বাচন বেশি জমজমাট হবে : সিইসি গাবতলীতে উপজেলা পরিষদ নির্বাচন ব্রিফিং অনুষ্ঠিত সৈয়দপুরে নকল জুস ও কোমল পানীয় তৈরির কারখানার সন্ধান বগুড়ায় ৩২ টাকা কেজি ধান ও ৪৫ কেজি দরে চাল কিনবে খাদ্য বিভাগ

কোপা আমেরিকার সেমিফাইনালে আর্জেন্টিনা

যমুনা নিউজ বিডিঃ ব্রাজিলের বিপক্ষে ৪-০ গোলের বড় পরাজয় দিয়ে কোপা আমেরিকার মিশন শুরু করে আর্জেন্টিনা নারী দল। নিজেদের প্রথম ম্যাচ হারলেও গ্রুপ পর্বের শেষ তিনটি ম্যাচ জিতে ‘বি’ গ্রুপের রানার্সআপ হয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ২০০৬ এর চ্যাম্পিয়নরা। শুক্রবার (২২ জুলাই) গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ভেনিজুয়েলাকে হারায় আর্জেন্টিনা। দুই দলের সামনেই সুযোগ ছিল সেমির। হাড্ডাহাড্ডি লড়াইয়ে ভেনিজুয়েলাকে ১-০ গোলে হারিয়ে শেষ পর্যন্ত সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে মেসির দেশের মেয়েরা। আগামী ২৬ জুলাই প্রথম সেমিফাইনালে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন কলাম্বিয়ার মুখোমুখি হবে একবারের কোপার চ্যাম্পিয়নরা।

কলাম্বিয়ার এস্তাদিও সেন্টেনারিওতে শুক্রবার বাংলাদেশ সময় ভোর ৬টায় অনুষ্ঠিত হয় ম্যাচটি। প্রথমার্ধে দুই দলই একে অপরকে চাপে রাখে। তবে গোলের দেখা পায়নি কেউ। দ্বিতীয়ার্ধের ৬৩ মিনিটের মাথায় আর্জেন্টিনার জয় সূচক গোলটির দেখা পায়। রদ্রিগেজের পাস থেকে পাওয়া বলটিকে গোলে রূপান্তরিত করেন ফ্লোরেন্সিয়া বনসেগুন্ডো। এরপর আর গোলের দেখা পায়নি কেউই। এর আগে আর্জেন্টিনা ও ভেনিজুয়েলা দুইটি করে ম্যাচ জিতে সেমিফাইনালে উঠার লড়াইয়ে নামে। তবে শেষ পর্যন্ত বি গ্রুপের রানার্সআপ হয়ে শিরোপার দৌড়ে টিকে রইল আর্জেন্টিনা। আগামী ২৭ জুলাই টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। যেখানে ব্রাজিলের মোকাবিলা করবে পেরাগুয়ে। ২০০৬ সালের পর দ্বিতীয়বারের মতো কোপার সেমিফাইনাল খেলবে পেরাগুয়ে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD