December 2, 2023, 8:19 am
মমিন রশীদঃ অসহনীয় গরমে বিপর্যস্ত হয়ে পড়েছে বগুড়ার জনজীবন। গেল কয়েকদিন থেকে এ জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। এ অতিরিক্ত গরমে বগুড়ার জনজীবন গৃহবন্ধী হয়ে পড়েছে। দেখা দিয়েছে জ্বর, সর্দি, কাশির প্রাদুর্ভাব। বেশির ভাগ আক্রান্ত হচ্ছেন শিশু ও বৃদ্ধারা।
দিনের বেলা খরতাপে ঘরের বাইরে টেকা দায়। ঈদের দিন থেকে বগুড়ায় তাপমাত্রা বাড়তে শুরু করেছে। বগুড়ায় ক্রমশ তাপমাত্রা বাড়তে শুরু করে। বুধবার বগুড়ায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা আরও বাড়তে পারে বলে জানিয়েছে বগুড়া আবহাওয়া পর্যবেক্ষণাগার।
এই সপ্তাহ ধরে প্রখর রোদের ঘাম ঝরানো তাপমাত্রার কারণে শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষজন চরম বিপাকে। বিশেষ করে তীব্র রোদের তাপের কারণে দিনমজুর, রিকশাচালক, ও ভ্যানচালকরা কাজ করতে পারছেন না। ফলে তীব্র তাপদাহে অনেকে অলস সময়ও পার করতে দেখা গেছে। আবার অনেকেই জীবন-জীবিকার তাগিদে প্রচণ্ড তাপদাহ উপেক্ষা করে কাজে বেরিয়েছেন। একটু স্বস্তি পেতে ঠান্ডা শরবত, পানি, আইসক্রিম খেয়ে তৃষ্ণা মেটানোর চেষ্টা সাধারণ মানুষের।
বগুড়া আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক সৈয়দ গোলাম কিবরিয়া জানান, গেল কয়েকদিন থেকে বগুড়ায় তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। বুধবার জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস যা এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা। তবে, আগামী ১৫ জুলাই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হলে তাপমাত্রা কিছুটা হ্রাস পাবে।