October 4, 2024, 11:31 am
স্টাফ রিপোর্টার রাশেদ :বগুড়ায় প্রচন্ড হারে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে শহরবাসী। প্রচন্ড গরমে বিদ্যুতের লোডশেডিং হওয়ায় মানুষের জীবন দুর্বিসহ হয়ে উঠেছে। তীব্র গরমের হাত থেকে বাঁচতে তাই মানুষ এখন তাল পাতার পাখা কিনতে ব্যস্ত হয়ে পড়েছে। বৃহস্পতিবার (৭ জুলাই) দুপুরে শহরের কাঁঠালতলা ও চুরিপট্টি গলিতে গিয়ে দেখা যায়, হাত পাখা বিক্রির হিড়িক পড়েছে। শুধু শহরেই নয়, বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে তালা পাখার বিক্রি করছে ব্যবসায়ীরা। চাহিদা বাড়ায় পাখার দামও বেড়েছে। বছরের এই সময়টিতে পাখার চাহিদা থাকে। চৈত্র খেকে শুরু করে জ্যৈষ্ঠ মাস পর্যন্ত বিক্রির মৌসুম হলেও চৈত্র ও বৈশাখ মাসই পাখা বিক্রির উপযুক্ত সময়। কিন্তু এবার আষাঢ় মাসে অতিরিক্ত ভ্যাপসা গরম হাওয়ায় চাহিদা বাড়ছে তাল পাখার। বগুড়া শহরের কাঁঠালতলার পাখা বিক্রেতা ইউনুস আলী জানান, হাত পাখা বেশি বিক্রি হলেও লাভ হচ্ছে কম। পাখা তৈরি করতে রং, সুতা, বাঁশ,কঞ্চি প্রয়োজন হয়। এসবের দাম বাড়ায় হাত পাখা তৈরিতে লাভ কম হচ্ছে। তাল পাখা কাপড়ের তৈরি পাখা ও সুতার তৈরি পাখাও পাওয়া যায়। দাম জানতে চাইলে তিনি জানান,আমার কাছে ২০ টাকা থেকে শুরু করে ১০০ টাকার তাল পাতার পাখা আছে। বিভিন্ন মানের ও বিভিন্ন দামের পাখাই আমি বিক্রি করি। পাখা কিনতে আসা সৈয়দ আলী ও আশরাফ মিয়া জানান, প্রচন্ড গরম আর মাঝে মধ্যেই দেখা দিচ্ছে বিদ্যুতের আসা যাওয়ার লুকোচুরি। তাই তিনটি তালপাখা কিনলাম বাসার জন্য। গরম বেশি হলে বাসার সবাই তাল পাখা খোঁজে। হাত পাখা বিক্রেতা ইউনুস আলী আরোও জানান, তালপাতার হাতপাখার প্রচলন বহু আগে থেকেই। তবে আধুনিক যুগে এসে হাতপাখার প্রচলন কিছুটা কমেছে। তবুও প্রচলন রয়েই গেছে। তবে বগুড়াতে হঠাৎ বিদ্যুতের লোডশেডিং ও তীব্র গরমের হাত থেকে বাঁচতে সাধারণ মানুষ এখন হাতপাখায় বেশি ব্যবহার করছে।