December 2, 2023, 8:49 am
ষ্টাফ রিপোর্টারঃ পদ্মা সেতুর উদ্বোধনে বগুড়ায় জেলা প্রষাশনের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ র্যালি বের করা হয়। শনিবার সকাল ৯ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের বটতলা থেকে র্যালি শুরু হয়ে শহর প্রদক্ষিণ শেষে আলতাফুনেচ্ছা খেলার মাঠে গিয়ে শেষ হয়।
জেলা প্রশাসনের এ র্যালিতে জেলা প্রশাসক জিয়াউল হক,পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী, জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান মজনু ও সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু,স্থানীয় সরকার উপ পরিচালক মামুনুর রশীদ, শজিমেক অধ্যক্ষ ডাঃ রেজাউল করিম জুয়েল,অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সালাহ উদ্দিন উপস্থিত ছিলেন।
এছাড়াও র্যালিতে জেলা প্রশাসন, জেলা পুলিশ, ফায়ার সার্ভিস, আনসারসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, প্রশাসনিক, সামাজিক সংগঠন,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাসহ হাজারো সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।