April 1, 2023, 4:08 am
স্টাফ রিপোর্টার রাশেদ :মহানবী হযরত মুহাম্মদ (সা.) এবং হযরত আয়েশা (রাঃ) এর সম্পর্কে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দুই নেতা নূপুর শর্মা ও নবিন জিন্দালের অবমাননাকর মন্তব্যের প্রতিবাদ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ পালন করছে বগুড়া পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ড শাখারিয়া ও রাজাপুর ইউনিয়নের সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলিম জনতা। শুক্রবার (১৭ জুন) বাদ জুম্মা শহরের মাটিডালি বিমান মোড়ে শাখারিয়া নব-যুব উন্নয়ন ক্লাব ও সমাজ কল্যাণ যুব সংঘের যৌথ উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। বিক্ষোভ সমাবেশে অত্র ক্লাবের সভাপতি আবু জাফর রনির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুস সালামের সঞ্চালনায় বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদ মসজিদের ইমাম মাওলানা মোঃ হোসাইন রুহুল আমিন বাকি, ক্লাবের কোষাধ্যক্ষ আহসান হাবিব, ধর্মীয় সম্পাদক সাদিক, প্রচার সম্পাদক সিরাজুল ইসলাম, সদস্য নয়ন, আবুল বাসার, আল হাসান, সুমন, রাকিব প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, ভারতের ক্ষমতাসীন বিজেপির মূখপাত্র নূপুর শর্মা আমাদের প্রিয় নবী বিশ্বনবীকে নিয়ে যে চরম অবমাননাকর ও অশালীন বক্তব্য প্রদান করেছেন, তা আমরা মুসলমানজাতি হয়ে তা সহ্য করবো না। যুগে যুগে এমন কাফের মুনাফেকেরা আমাদের কলিজার টুকরো নবীকে নিয়ে বাজে মন্তব্য করে থাকে তাদের পরিণতি ভয়াবহ হয় আমরা তা দেখে এসেছি। নূপুর শর্মা যে মন্তব্য করেছে তার দৃষ্ট্রান্তমূলক শাস্তি চাই আমরা। সমাবেশ শেষে দেশ ও জাতির শান্তি এবং কটুক্তিকারীদের বিচার কামনা করে বিশেষ দোয়া করা হয়।।