February 8, 2023, 12:09 am
যমুনা নিউজ বিডিঃ ইলিশ সম্পদ উন্নয়ণ ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জাটকা নিধোন প্রতিরোধ কার্যক্রম বাস্তবায়নে বেড়া উপজেলা নিবার্হী কর্মকর্তা মো.সবুর আলীর নির্দেশনায় বেড়া উপজেলা মৎস্য অধিদপ্তর কর্মকর্তা মো.জাহাঙ্গী আলম ও বেড়া নগরবাড়ী নৌ- থানা পুলিশ ইনচার্জ মো.জাহাঙ্গীর খান আজ মঙ্গলবার দুপুর ১২ টায় বেড়া পৌর মার্কেটের পিছন পার্শ্বে হাজী সুপার মার্কেটে এক অভিযান পরিচালনা করেন।
অবৈধ কারেন্ট জাল ও চায়না দোয়ার বিক্রির সময় দোকানিকে আটক করেন এবং পাশাপাশি দুইটি দোকানে তল্লাশি চালিয়ে প্রায় ২ লাখ মিটার কারেন্ট জাল ও চায়না দোয়ার জব্দ করেন। যার আনুমানিক মূল্য ২০ লক্ষ টাকা।
জব্দকৃত জাল ও আটক দোকানিদের বেড়া উপজেলা পরিষদে আনা হলে সহকারি কমিশনার (ভুমি), তাৎক্ষনিক মোবাইল কোর্ট পরিচালনা করে সর্বসম্মুখে জব্দকৃত জাল আগুনে পড়িয়ে ফেলা নির্দেশ দেন এবং আটক দুই দোকানিকে প্রত্যেককে দশ হাজার টাকা করে জরিমান করেন।