October 4, 2024, 11:54 am
শেরপুর প্রতিনিধিঃ বগুড়ার শেরপুর উপজেলায় ভটভটির ধাক্কায় মিজানুর রহমান নামে একজন পথচারী নিহত হয়েছেন।
শনিবার সকালে ওই উপজেলার বিশালপুর ইউনিয়নের বড়পুকুরিয়া এলাকায় আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ৪৮ বছরের মিজানুর রহমান একই গ্রামের বাসিন্দা। তার বাবার নাম আব্দুল জলিল।
নিহতের ভাই আনিসুর রহমান জানান, মিজানুর সকালে বাড়ি থেকে বের হয়ে পায়ে হেঁটে উপজেলার রানীহাট এলাকার দিকে যাচ্ছিলেন। পথে দ্রুতগতির একটি ভটভটি তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শেরপুর থানার এএসআই শাহাদত হোসেন জানান, দুর্ঘটনার পরপরই ভটভটি রেখে চালক পালিয়ে যান। ভটভটি থানা হেফাজতে নেয়া হয়েছে। চালককে ধরতে অভিযান চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।