December 8, 2023, 1:29 pm
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে দাড়িয়ে থাকা ট্রাকে অপর একটি ট্রাকের ধাক্কায় চাপা পড়ে আলম মিয়া (৫০) নামে হেলপারের মৃত্যু হয়েছে। এ সময় গুরুত্ব আহত হয়েছে চাপা দেওয়া ট্রাকের ড্রাইভার জুয়েল মিয়া। শনিবার (৪ মে) সকালে শহরের জিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, কুড়িগ্রাম জিয়া বাজার এলাকায় শনিবার সকালে একটি ট্রাক দাঁড়িয়ে মাল আনলোড করছিল। এ সময় চিলমারী থেকে নাগেশ্বরীগামী বালু বোঝাই একটি ট্রাক সেখানে দাড়িয়ে থাকা আলমকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এতে চাপা দেওয়া ট্রাকটির চালক জুয়েল মিয়া গুরুত্বর আহত হয়। তাকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পুলিশী হেফাজতে চিকিৎসা দেওয়া হচ্ছে।
কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ খাঁন মোহাম্মদ শাহরিয়ার জানান, ট্রাকটিকে আটক করা হয়েছে। ট্রাকের ড্রাইভার পুলিশী হেফাজতে চিকিৎসাধীন আছে।