April 25, 2024, 6:26 am

বগুড়ার দুপচাঁচিয়ায় চাল মজুদ করায় ২ প্রতিষ্ঠানে ৯০ হাজার টাকা জরিমানা

যমুনা নিউজ বিডিঃ ভরা মৌসুমে চালের বাজার উর্ধ্বমুখী হওয়ায় খাদ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী অনুমতির অতিরিক্ত চাল মজুদকারীদের বিরুদ্ধে অভিযানের অংশ হিসাবে গতকাল বুধবার দুপুরে দুপচাঁচিয়া উপজেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ বগুড়া ও দুপচাঁচিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে।

যৌথ অভিযান পরিচালনায় সময় অনুমতির অতিরিক্ত চাল মজুদ করায় উপজেলা সদরের তেলীগাড়ী এলাকায় মেসার্স আরাফাত রাইচ মিলের ৭০ হাজার টাকা এবং উপজেলার সাহারপুকুরে মেসার্স মন্ডল চাউল কলের ২০ হাজার টাকা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায় করেছেন।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ বগুড়ার সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী, দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন জিহাদী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অরুণ কুমার প্রামানিক, থানার এসআই এরশাদ আলী ও সঙ্গীয় ফোর্স, খাদ্য পরিদর্শক মোজাম্মেল হক প্রমুখ।

অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা হুসিয়ারি উচ্চারণ করে বলেন, ধান-চাল মজুদকারীদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।ৃ

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD