May 19, 2024, 3:42 pm

সৈয়দপুরে নকল জুস ও কোমল পানীয় তৈরির কারখানার সন্ধান

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে নকল জুস ও কোমল পানীয় তৈরির একটি কারখানার সন্ধান মিলেছে। গত রোববার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নীলফামারী জেলা কার্যালয়ের এক অভিযানে শহরের বসুলপুর এলাকায় জনৈক আব্দুর রউফ স্বপনের বাড়িতে ওই কারখানাটির সন্ধান পাওয়া গেছে।

ওই কারখানায় নামীদামী বিভিন্ন ব্র্যান্ড কোম্পানির নামে নকল জুস, কোমল পানীয় তৈরি করে প্যাকেট ও বোতলজাত করে বিক্রি করার দায়ে বাড়ির মালিক আব্দুর রউফ স্বপনের ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও কারখানাটিতে তৈরি বেশ কিছু মালামাল নষ্ট করা হয়েছে।

জানা যায়, গত রোববার গোপন খবরের ভিত্তিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামসুল আলমের নেতৃত্বে সৈয়দপুর শহরের রসুলপুর এলাকায় একটি বাড়িতে অভিযান পরিচালনা করা হয়।

এ অভিযানকালে উপস্থিত ছিলেন নীলফামারীর নিরাপদ খাদ্য কর্মকর্তা শিহাব উদ্দিন, সৈয়দপুর উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর আলতাফ হোসেন সরকার ও থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ হোসেন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD