July 27, 2024, 12:01 am

নন্দীগ্রামে তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা’র উদ্বোধন করলেন এমপি তানসেন

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: “কৃষিই সমৃদ্ধি” এই স্লোগানে বগুড়ার নন্দীগ্রামে ১৯ মে (রবিবার) বেলা ১১টায় উপজেলা কৃষি সসম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি প্রযুক্তি মেলা-২০২৪ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
উদ্বোধন পরবর্তী উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভায় উপজেলা কৃষি কর্মকর্তা মো: গাজীউল হক এর সভাপতিত্বে এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অপূর্ব ভট্টাচার্য এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন (নন্দীগ্রাম-কাহালু) ৩৯, বগুড়া-৪ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ও কৃষি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় জাতীয় স্থায়ী কমিটির সদস্য এ,কে,এম রেজাউল করিম তানসেন। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আন্না রানী দাস, নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আজমগীর হোসাইন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা আক্তার বানু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: গোলাম মোস্তফা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও পৌর আওয়ামী লীগের সভাপতি মুক্তার হোসেন বকুল, নন্দীগ্রাম প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদা সরকার, নন্দীগ্রাম মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক জাকারিয়া লিটন, যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রউফ উজ্জল, যুব উন্নয়ন কর্মকর্তা মো: আব্দুর রউফ প্রমুখ।
পরে সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ও কৃষি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় জাতীয় স্থায়ী কমিটির সদস্য এ,কে,এম রেজাউল করিম তানসেন মেলায় স্থাপিত বিভিন্ন প্রদর্শনী স্টল ঘুরে দেখেন এবং উপজেলা কৃষি অফিসের সরবরাহকৃত আধুনিক ধান রোপন মেশিন কৃষকদের মাঝে প্রদান করেন।
উল্লেখ্য, মেলায় বিভিন্ন প্রদর্শনী স্টল স্থাপন করা হয়েছে। উক্ত কৃষি প্রযুক্তি মেলা-২০২৪, ১৯-২১ মে পর্যন্ত তিনদিন ব্যাপী চলবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD