October 13, 2024, 2:14 am
স্টাফ রিপোর্টার:বগুড়া জেলা জাকের পার্টির সাংগঠনিক সভা গতকাল রবিবার দুপুরে শহরের চারমাথা সেফওয়ে মোটেল এর কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাকের পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব শামীম হায়দার। উক্ত সভায় সভাপতিত্ব করেন বগুড়া জেলা জাকের পার্টির সভাপতি ফয়সাল বিন শফিক (সনি)।জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুর রশিদ সরদারের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রাজশাহী সাংগঠনিক বিভাগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ডাবলু, রাজশাহী সাংগঠনিক বিভাগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সিরাজ, মৎসজীবী ফ্রন্ট কেন্দ্রীয় সহ-সভাপতি ও রাজশাহী সাংগঠনিক বিভাগের সভাপতি গোলাম ফারুক হোসেন সহ আরো অনেকে। সভায় বগুড়া জেলার সাংগঠনিক কার্যক্রম জোরদার ও গতিশীলকরণে নানামুখী আলোচনা হয় এবং দেশ ও জাতির অগ্রগতি ও উন্নতি অব্যাহত রাখতে গুরুত্বারোপ করা হয়।