November 30, 2023, 10:21 am
জামালপুর প্রতিনিধিঃ জামালপুরে র্যাব-১৪ অভিযানে ২ ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা এবং ২ ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত।
২৫ মে সন্ধ্যায় এই অভিযান চালানো হয়। এই ডায়াগনস্টিক সেন্টারগুলো অবৈধভাবে পরিচালিত হয়ে আসছিল।
সুরভী ডায়াগনস্টিক এন্ড ক্লিনিক, আধুনিক ডায়াগনস্টিক এন্ড হাসপাতালকে সিলগালা করেছে। একই সাথে বিসমিল্লাহ ডায়াগনস্টিক সেন্টারকে ২০০০০ টাকা এবং বিসমিল্লাহ জেনারেল হাসপাতালকে ৩০০০০ টাকা এবং ৫। রাফি ডায়াগনস্টিক সেন্টারকে ২০০০০ টাকা সর্বমোট ৭০০০০ টাকা জরিমানা করেছে।
ওদিকে একই দিন র্যাবের পৃথক অভিযানে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো শেরপুরের শ্রীবর্দী থানার সাতানী মথুরাদী গ্রামের মকবুল হোসেনের ছেলে জাকির হোসেন, মোহাম্মদ আলীর ছেলে আসাদুজ্জামান। ঝিনাইগাতির রাংটিয়া বাজার থেকে তাদেরকে মাদকসহ আটক করা হয়। পরে তাদেরকে স্থানীয় থানায় সোপর্দ করা হয়েছে। ২৬ মে র্যাবের স্কোয়াড্রন লিডার কোম্পানি কমান্ডার আশিক উজ্জামান প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।