March 25, 2023, 5:53 pm
ষ্টাফ রিপোর্টারঃ বগুড়ায় মাদক বিরোধী অভিযানে ১০০ গ্রাম হেরোইনসহ লোকমান হোসেন আকাশ (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২)।
শুক্রবার দুপুরে মাদক মামলায় তাকে আদালতের পাঠানো হয়েছে। এর আগে, বৃহস্পতিবার রাত ৮ টার দিকে বগুড়ার সদর উপজেলার সাবগ্রাম চারমাথা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছে থাকা মুঠোফোন ও নগদ টাকা জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃত আকাশ শেরপুরের ঝিনাইগাতী উপজেলার পশ্চিম কাংশা গ্রামের বাসিন্দা। তার বাবার নাম লোকমান আলী।
এ তথ্য নিশ্চিত করেন বগুড়া র্যাব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার (সহকারী পুলিশ সুপার) মো. নজরুল ইসলাম।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হেরোইনসহ মাদক ব্যবসায়ী আকাশকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
বগুড়া সদর থানার ওসি মো. সেলিম রেজা জানান, র্যাব হেরোইনসহ একজনকে গ্রেফতার করে থানায় সোপর্দ করে। মাদক মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে।