May 6, 2024, 5:15 pm

ঝিনাইদহের কালীগঞ্জে ঐতিহ্যবাহী গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

ঝিনাইদহ প্রতিনিধি: আকাশ সংস্কৃতির দৌরাত্মে অনেকটা হারিয়ে যেতে বসেছে গ্রাম বাংলার প্রাচীন ঐতিহ্য। এই হারিয়ে যাওয়া ঐতিহ্যকে ধরে রাখতে, নতুন প্রজন্মকে জানান দিতে ও গ্রাম বাংলার মানুষকে খানিকটা আনন্দ দিতে অনুষ্ঠিত হলো গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতা। কয়েক হাজার দর্শক মাঠে উপস্থিত থেকে উপভোগ করেন এই খেলা। গরু গাড়ির দৌড় প্রতিযোগিতাকে কেন্দ্র করে সেখানে সৃষ্টি হয় উৎসবের আমেজ। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মোল্যাডাঙ্গা গ্রামে অনুষ্ঠিত হয়ে গেল ঐতিহ্যবাহী গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতা। গ্রামবাংলার ঐতিহ্যবাহী এ প্রতিযোগিতা দেখতে হাজির হয়েছিলেন হাজার হাজার দর্শক। বুধবার সকাল থেকে প্রতিযোগিতা শুরু হলেও মূল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় বিকাল ৪ টায়। সকাল থেকে খেলা দেখতে আশপাশের গ্রামসহ দূরদূরান্ত থেকে নারী-পুরুষ ও শিশুরা আসতে থাকেন। দুপুর গড়াতেই বিলুপ্ত প্রায় এ দৌড় প্রতিযোগিতাকে কেন্দ্র করে সৃষ্টি হয় উৎসবের আমেজ। আর এ প্রতিযোগিতাকে ঘিরে আনন্দ মেলা ছিল বাড়তি আকর্ষণ। দীঘীদন ধোরে কালীগঞ্জের মোল্লাডাঙ্গা গ্রামের বিশাল মাঠে প্রতি বছর জানুয়ারি মাসে গরু গাড়ি দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ খেলা দেখার জন্য মোল্লাডাঙ্গা গ্রামের মানুষের বাড়িতে তাদের আত্মীয় স্বজনরা ২/৩ দিন আগে থেকেই আসতে থাকে। গ্রামটিতে বেশ উৎসবের আয়োজন বইতে থাকে। কালীগঞ্জ উপজেলার কাষ্টভাঙ্গা ইউনিয়নের মোল্যাডাঙ্গা গ্রামবাসিদের উদ্যোগে আয়োজন করা হয় এ গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতা। ঝিনাইদহ, যশোর, চুয়াডাঙ্গা ও মাগুরা জেলাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে মোট ২৫টি দল গরুর গাড়ি নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। গরু গাড়ি দৌড় প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন যশোর বাঘারপাড়া উপজেলার ওয়ালিদ, দ্বিতীয় স্থান অধিকার করেন চৌগাছার ওয়াজিদ ও তৃতীয় স্থান অধিকার করেন সাগর হোসেন। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতার আয়োজক কমিটি জানান, হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে ও এলাকার মানুষকে আনন্দ দিতেই এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD