May 19, 2024, 12:09 am

News Headline :
বগুড়ায় আচরণবিধি লঙ্ঘনের দায়ে প্রার্থীর সমর্থককে জরিমানা বগুড়ায় ১৪০টি ৫শ’ টাকার জালনোটসহ কারবারি গ্রেপ্তার বগুড়ায় আলী হাসান হত্যা মামলার মূল আসামি সবুজ সওদাগর গ্রেপ্তার গাইবান্ধায় চাচার ছুরিকাঘাতে ভাতিজি খুন হুটার-হাইড্রোলিক হর্ন ব্যবহার করলেই ব্যবস্থা বগুড়ায় বিভিন্ন গাড়ি থেকে হাইড্রোলিক হর্ন খুলে নিল পুলিশ দেশে সবার অন্তত ২ কাঠার জমি ও একটি ঘর থাকবে: প্রধানমন্ত্রী বগুড়ায় স্কুল ব্যাগে মিলল ৫২০০ পিস ইয়াবা: যুবক গ্রেপ্তার বগুড়ায় সাথী কোল্ডষ্টোরেজ থেকে অবৈধ মজুদের ১ লাখ ডিম উদ্ধার বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বগুড়া সদর উপজেলা কমিটির ১৮তম দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

রোটারী ক্লাব অব বগুড়ার উদ্যোগে ৪টি ক্যাম্পে ভিটামিন ‘এ’ খাওয়ানো হলো ১২৮১ শিশুকে

জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন এর অধীনে গতকাল দিনব্যাপী রোটারী ক্লাব অব বগুড়া শহরের ৪টি গুরুত্বপূর্ণ স্থানে ৬ মাস থেকে ৫ বছর পর্যন্ত শিশুদের ভিটামিন-এ খাওয়ানোর ক্যাম্প পরিচালনা করে। ফুলতলা মোড়, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল সম্মুখ প্রাঙ্গণে, নারুলী ও সাতমাথায় এই চারটি ক্যাম্প পরিচালনা করা হয়। সাতমাথায় বেলা ১১টায় রোটারী ক্লাব অব বগুড়ার ভিটামিন-এ খাওয়ানোর ক্যাম্পেইনের উদ্বোধন করেন বগুড়া সিভিল সার্জন ডা. মোহাম্মদ শফিউল আজম।

এ সময় উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব বগুড়ার প্রেসিডেন্ট রোটা. ডা. মো. মতিউর রহমান সহ ক্লাবের পাস্ট প্রেসিডেন্ট রোটা. রেজাউল হাসান রানু,পিপি রোটা. আব্দুল ওয়াহাব তারেক,পিপি রোটা. এম এ জিন্নাহ, পিপি রোটা. মোরশিদা খাতুন, পিপি ববিতা রানী বর্মন, আইপিপি রোটা. ডা. মো. মুনছুর রহমান,ভিটামিন-এ ক্যাম্পেইন কমিটির চেয়ারম্যান রোটা. রফিকুল ইসলাম বুলবুল, রোটা. মো. শাহীন কাদির,রোটা. নুরুল বাসার চন্দন,রোটা. ডা. ইব্রাহীম খলিলুল্লাহ, রোটা. আবু সায়েম সরকার,রোটা. শাহ্ মো. মাহমুদুর রহমান, রোটা. মনজুর কাদের, রোটা. সাজেদুল বারী লিখন,রোটা. সানাউল হক দুলাল, রোটা. রাশেদুর রহমান, রোটা. চন্দন কুমার রায়, রোটা. সোহরাব হোসেন উজ্জ্বল,রোটা. মেহেদী হাসান চৌধুরী,রোটা. শফিকুল ইসলাম বিপুল, রোটা. মাহবুব সাইদী প্রিন্স, রোটা. ইয়াসমিন হাসান, রোটা. মো. আবু রেজা আল মামুন, রোটা. হারুন-অর-রশীদ, রোটা. রোকসানা আকতার, রোটা. তৌশিক-এ-জাহেদী, রোটা. রেজাউল হক, রোটা. শফিকুল ইসলাম শফিক প্রমুখ। রোটার‌্যাক্ট ক্লাব অব বগুড়া এবং ইন্টার‌্যাক্ট ক্লাব অব বগুড়ার সদস্যগণ ক্যাম্পগুলো পরিচালনা করেন। উল্লেখ্য,সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ৪টি ক্যাম্পে৯৪টি নীল ও ১১৮৭টি লাল ক্যাপসুল সহ মোট ১২৮১ জন শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হয়। -খবর বিজ্ঞপ্তী

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD