September 27, 2023, 7:41 am

গণঅধিকার পরিষদের সভাপতি নুর, সম্পাদক রাশেদ

যমুনা নিউজ বিডিঃ গণঅধিকার পরিষদের ১ম কাউন্সিলে সভাপতি নির্বাচিত হয়েছেন নুরুল হক নুর এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রাশেদ খান।

সোমবার ( ৭ জুলাই ) রাজধানীর পুরানা পল্টনে প্রতীম জামান টাওয়ারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ভোটার ছিলেন ২১৬ জন। রাত ১০টায় ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার আরিফুল ইসলাম। এসময় নির্বাচন কমিশনার তোফাজ্জল হোসেন ও তৌফিক শাহরিয়ার উপস্থিত ছিলেন।

এদিকে কাউন্সিলে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রার্থিতা নিয়েও নাটকীয়তা চলেছে। গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হকের অনুসারীদের ঘোষিত এই কাউন্সিলে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছিলেন আহ্বায়ক রেজা কিবরিয়ার সমর্থকরা। কিন্তু শেষ সময়ে রেজা কিবরিয়ার ঘোষিত সদস্য সচিব হাসান আল মামুন সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন।

সভাপতি পদে তিনজন প্রার্থীর মধ্যে সভাপতি পদে নুরুল হক নুর নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে ৫ জন প্রার্থীর মধ্যে দলের আহ্বায়ক রেজা কিবরিয়াকে বাদ দিয়ে আহ্বায়কের ভারপ্রাপ্ত দায়িত্বে থাকা রাশেদ খান নির্বাচিত হয়েছেন।

উচ্চতর পরিষদ পদে ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে ৮ জন জয়ী হয়েছেন। এর মধ্যে সর্বোচ্চ ভোট পেয়েছেন আবু হানিফ। বাকি বিজয়ী সদস্যরা হলেন হলেন- আবু হানিফ, শাকিল উজ্জামান, হানিফ খান সজীব, শহীদুল ইসলাম ফাহিম, ফাতেমা তাসনীম, আব্দুজ জাহের, সরকার নুরে এরশাদ সিদ্দিকী ও জসিম উদ্দিন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD