September 28, 2023, 2:17 am
ষ্টাফ রিপোর্টারঃ সুইডেনে পবিত্র কুরআন পোড়ানোর প্রতিবাদ মিছিলের মৌখিক অনুমতি দিয়েছে বগুড়া জেলা পুলিশ। পুলিশ কর্মকর্তা জামায়াত প্রতিনিধি আইনজীবিদের দলীয় নয় অন্যকোনো ব্যানারে মিছিলের মৌখিক অনুমতি দিয়েছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুর ২টার দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার পক্ষ থেকে আইনজীবিদের একটি প্রতিনিধিদল বগুড়া জেলা পুলিশ সুপার কার্যালয়ে যান। তারা সম্প্রতি সুইডেনে পবিত্র কুরআন পোড়ানোর প্রতিবাদে জামায়াতে ইসলামী কেন্দ্র ঘোষিত শুক্রবারের (৭ জুলাই) দেশব্যাপী প্রতিবাদ মিছিলের কর্মসূচি অবহিত করেন। প্রতিনিধি দলের সদস্যরা জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) অতিরিক্ত পুলিশ সুপার মোতাহার হোসেনের সাথে সাক্ষাত করে লিখিত আবেদন জমা দেন। কিন্তু তিনি লিখিত আবেদন গ্রহণ না করে তাদেরকে জামায়াতে ইসলামীর দলীয় ব্যানারে বাইরে অন্যকোনো ব্যানারে মিছিলের পরামর্শ দেন।
এ সাক্ষাতের পর জামায়াতের আইনজীবি প্রতিনিধিদলের প্রধান বগুড়া জেলা অ্যাডভোকেটস বার সমিতির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট রিয়াজ উদ্দিন উপস্থিত সাংবাদিকদের বলেন, পুলিশ শুক্রবার বাদ জুমা শহরের বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদের সামনে থেকে প্রতিবাদ মিছিলের মৌখিক অনুমতি দিয়েছে।
জামায়াতের ব্যানারে মিছিলের আয়োজন না করে নির্দলীয় কোনো ব্যানারে কর্মসূচি পালনের পরামর্শ দেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে রিয়াজ উদ্দিন বলেন, আমরা পুলিশের পরামর্শ জামায়াতের নেতৃবৃন্দকে জানাব। তারা ঠিক করবেন কোন ব্যানারে তারা কর্মসূচি পালন করবেন।
আইনজীবী প্রতিনিধি দলে আরো ছিলেন বগুড়া জেলা অ্যাডভোকেটস বার সমিতির কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন মল্লিক, নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট আব্দুল সালাম ও অ্যাডভোকেট সাইফুদ্দিন সাইফুল ও অ্যাডভোকেট নূরুল ইসলাম আকন্দ।