September 24, 2023, 3:07 am

জিম্বাবুয়েকে হারিয়ে বিশ্বকাপের পথে স্কটল্যান্ড

যমুনা নিউজ বিডি: সমীকরণ ছিল বেশ সহজ। জিতলেই পাওয়া যাবে বিশ্বকাপের টিকিট, হারলেই ছিটকে যেতে হবে দৌড় থেকে। জিম্বাবুয়ে বরণ করে নিয়েছে দ্বিতীয় সমীকরণই। আজ বুধবার বিশ্বকাপ বাছাইয়ের সুপার সিক্সের লড়াইয়ে স্কটল্যান্ডের কাছে ৩১ রানে হারায় বিশ্বকাপে খেলার সুযোগ হারালো দলটি।

অপরদিকে, স্বাগতিকদের হারিয়ে ভারতের টিকিট প্রায় কেটেই ফেললো স্কটল্যান্ড।
বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে টস জিতে স্কটল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় জিম্বাবুয়ে। আগে ব্যাটিংয়ে নেমে ৫০ ওভার শেষে ৮ উইকেটে ২৩৪ রান করে স্কটিশরা। সহজ সেই লক্ষ্য তাড়া করতে নেমে প্রায় ৯ ওভার বাকি থাকতেই ২০৩ রানে অলআউট হয় জিম্বাবুয়ে।

এ জয়ে চার ম্যাচ শেষে ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে উঠে এসেছে স্কটল্যান্ড। শেষ ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে দলটি। সেই ম্যাচ জিতলে তো কোনো কথাই নেই, হারলেও স্কটিশরা চলে যেতে পারে বিশ্বকাপের মূল পর্বে। সেক্ষেত্রে বড় ব্যবধানের হার এড়াতে হবে তাদের।

ভারত বিশ্বকাপের টিকিট নিশ্চিতের ম্যাচে লক্ষ্য তাড়ায় নেমে ৩৭ রানেই ৪ উইকেট হারিয়ে বসে জিম্বাবুয়ে। পঞ্চম উইকেট জুটিতে সিকান্দার রাজাকে নিয়ে ৫৪ রানের জুটি গড়েন রায়ান বার্ল। ৩৪ রানে রাজা ফিরে গেলে ওয়েসলি মাধেভেরেকে নিয়ে ৭৩ রানের আরও একটি বড় জুটি গড়েন বার্ল।

বড় দুটি জুটিতে সেসময় জয়ের স্বপ্নই দেখছিল জিম্বাবুয়ে। তবে ব্যক্তিগত ৪০ রানে মাধেভেরে এবং ৮৩ রানে বার্ল ফিরলে জয় থেকে ৩১ রান দূরে থাকতে থামে জিম্বাবুয়ের রানের চাকা। স্কটল্যান্ডের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন ক্রিস সোলে। দুটি করে উইকেট পকেটে পুরেছেন ব্রেন্ডন ম্যাকমুলেন ও মাইকেল লিয়াস্ক।

এর আগে, টপ থেকে লোয়ার মিডল অর্ডার পর্যন্ত সবার ছোট ছোট প্রচেষ্টায় স্কোরবোর্ডে ২৩৪ রান তোলে স্কটল্যান্ড। সর্বোচ্চ ৪৮ রান করেন মাইকেল লিয়াস্ক। ৩৮ রান আসে ম্যাথু ক্রসের ব্যাট থেকে। সেন উইলিয়ামস নেন তিনটি উইকেট।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD