May 11, 2024, 4:41 am

মেসির জোড়া গোলে মায়ামির জয়

যমুনা নিউজ বিডি: ম্যাচের আগে নিউ ইংল্যান্ড রেভল্যুশন দলের কোচ বলেছিলেন মেসিতে মুগ্ধদের একাদশে রাখবেন না তিনি। বাংলাদেশ সময় আজ সকালে এমএলএস-এ ইন্টার মায়ামি-নিউ ইংল্যান্ড ম্যাচে মেসি যা করলেন তাতে মুগ্ধ না হয়ে কি উপায় আছে! দলের চার গোলেই অবদান রাখলেন মেসি।

ঘরের মাঠে নিউ ইংল্যান্ড ম্যাচের শুরুতে এগিয়ে গিয়েছিল। প্রথম মিনিটেই গোল করেন টমাস চানকালে। তবে সমতায় ফিরতে বেশি সময় নেয়নি মায়ামি। ৩২ মিনিটে বুসকেটসের বাড়ানো বল থেকে মেসি সমতা আনেন। প্রথমার্ধ শেষ হয় ১-১ গোলে।

৬৭ মিনিটে দলকে এগিয়ে দেন মেসি। বুসকেটসের পাসে বক্সে বল পেয়েই শটে জালে পাঠান মেসি। তাতে রেকর্ডেও নাম লেখান মেসি। মেজর লিগ সকারে প্রথম খেলোয়াড় হিসেবে টানা পাঁচ ম্যাচে দুই বা তার বেশি গোলে অবদান রাখেন।

৮৩ মিনিটে মেসি আবারও বক্সে বল পেয়ে শট নেন। নিউ ইংল্যান্ড গোলকিপার তা ফিরিয়ে দিলে বল জালে পাঠান ক্রামাশ্চি। পরের গোলেও আছে মেসির ছোয়া। বক্সের খানিকটা বাইরে বল পান মেসি। সামনে থাকা এক ডিফেন্ডারকে বোকা বানিয়ে পাস দেন বাঁ-পাশে থাকা সুয়ারেজকে। চিপ শটে স্কোর ৪-১ করেন সুয়ারেজ।

মেসি পাসটি দেওয়ার সময় বক্সে ছিলেন ইন্টার মায়ামির পাঁচ খেলোয়াড়। এই অ্যাসিস্টেও দারুণ এক রেকর্ড গড়েছেন মেসি।

এমএলএস এর ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে মৌসুমে প্রথম ৭ ম্যাচে অন্তত্য ১৫ (১৬) গোলে অবদান রাখলেন মেসি। চলতি মৌসুমে লিগে মেসি গোল করেছেন ৯টি, যা তাকে এরই মধ্যে লিগের সর্বোচ্চ গোলদাতার আসনে বসিয়েছে। অ্যাসিস্ট করেছেন চারটিতে। সব প্রতিযোগিতা মিলিয়ে মৌসুমে মেসির গোল হলো ১১টি, অ্যাসিস্ট ছয়টি।

এমএলএস-এ চলতি মৌসুমে ইস্টার্ন কনফারেন্সে ১১ ম্যাচ শেষে ২১ পয়েন্টে শীর্ষে আছে মায়ামি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD