September 24, 2023, 4:18 am
সিলেটে বর্ষা মৌসুমে এক দিনে গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ৩০৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
আবহাওয়া অধিদফতরের সিলেট কার্যালয়ের সহকারী আবহাওয়াবিদ শাহ মো: সজীব হোসাইন জানান, রোববার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত ৩০৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এটি সিলেটে ২৪ ঘণ্টায় চলতি মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড।
আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে আগামী ৪৮ ঘণ্টা এবং পরবর্তী ৪-৫ দিন সিলেটে আরো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি।
টানা বৃষ্টির কারণে নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, আম্বরখানা-সুনামগঞ্জ সড়ক, আম্বরখানা-টিলাগড় সড়ক, শাহজালাল মাজার এলাকা, বারুতখানা, তালতলা, দক্ষিণ সুরমার ভার্তখলা, লাউয়াই, কদমতলী, শাহজালাল উপশহর এলাকা, বারুতখানা, মেজরটিলা-জাহানপুর টেক্সটাইল সড়ক, পাঠানটুলা, আখালিয়া, টুকেরবাজার-মইয়ারচর এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়। তবে, বৃষ্টিপাত বন্ধ হওয়ায় বিকেলের দিকে অধিকাংশ এলাকার পানি নেমে গেলেও কিছু এলাকায় জলাবদ্ধতা রয়েছে।
জলাবদ্ধতার কারণে গাড়ি চলাচল ব্যাহত হয়েছে। সাধারণ মানুষ ঘর থেকে বের হতে পারছিলেন না। ওসমানী মেডিক্যাল হাসপাতালের নিচতলায় পানি ঢুকে পড়ায় চিকিৎসা নিতে আসা রোগীরা ভোগান্তিতে পড়েন। তবে, পানি নিষ্কাশনের ব্যবস্থা করায় পরবর্তীতে পানি নেমে গেছে।
এদিকে, সিলেট পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বলছে, সিলেটে কয়েক দিন ধরে দিনের বেলা বৃষ্টিপাত হচ্ছে। এর ফলে সকালের দিকে নদ-নদীর পানি কম থাকছে, সন্ধ্যার দিকে বেড়ে যাচ্ছে।
সূত্র : বাসস